বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রায় সাড়ে সাড়ে ৩ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে ও বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল ঈদ উপহার বিতরণ করেন।
এদিন সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবদলের উগ্যোগে প্রায় আড়াইহাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এরপর বিকেলে শহরের বিবি মরিয়ম স্কুল মাঠ প্রাঙ্গণে মহানগর যুবদলের উদ্যোগে প্রায় ১ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে এখনো আমরা গণতন্ত্রের স্বাদ পাইনি। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অপচেষ্টা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এখনো হুমকির মুখে রেখেছে। আমরা এখনো নিরাপদ নই। জুলাই আগস্টের ছাত্র জনতার যে বিপ্লব এর পটভূমি শুরু হয়েছিলো দেড়যুগ আগে থেকেই। যেটার নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া।
মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদ আহম্মেদ এর সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে আহবায়ক রবিউল ইসলাম নয়ন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন সহ অন্যান্য যুগ্ম আহবায়ক ও সদস্যরা।
বিডি প্রতিদিন/এএ