কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলমসহ ফ্যাসিষ্ট সরকারের সহযোগীদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশন।
শনিবার (১৫ মার্চ) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সদস্য সচিব মো. রেজাউল ইসলাম।
লিখিত বক্তব্যে মো. রেজাউল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মহাপরিচালকসহ অনেক পদে এখনও বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা রয়ে গেছেন। মহাপরিচালক ছাইফুল আলম নিয়মবহির্ভূতভাবে অধিদপ্তরের প্রস্তাব ছাড়াই খেয়ালখুশি মতো কর্মকর্তাদের বদলী করে চলেছেন। এসব বদলীর মাধ্যমে তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় কৃষিবিদদের মধ্যে বিভাজন তৈরি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দূর্বল করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন।
খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম গতিশীল করার স্বার্থে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ সহযোগী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলমসহ অন্যান্য ফ্যাসিষ্ট সরকারের সহযোগীদের অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত বছরের ৪ আগস্ট কৃষি অধিদপ্তরের মহাপরিচালকসহ বেশ কয়েকজন কর্মকর্তা সরকারি চাকরীবিধি অমান্য করে শেখ হাসিনার পক্ষে রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এসব কর্মকর্তারা এখনো বহাল তবিয়তেই থাকার কারণে নানা অনিয়ম করছে এবং সাবেক সরকারের অনেক সহযোগিদের নানা ভাবে সুবিধা দিচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ