শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন জানিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীন ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা সমাজের ভাল মন্দ তুলে ধরবেন।
বৃহস্পতিবার নগরীর একটি আবাসিক হোটেল কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সম্মানে দেয়া ইফতার পার্টিতে একথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, গণমাধ্যমকর্মী সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া।
স্বাধীন দেশে সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরেছিলেন শেখ মুজিবুর রহমান। তার ঘরানার চারটি পত্রিকা বাদে অন্যগুলো বন্ধ করে দিয়েছিলেন। তার কন্যা শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে অনেক সাংবাদিককে নানাভাবে হয়রানী করেছে। গুম ও খুন করেছেন। কঠিন সব আইনের ধারা দিয়ে অনেক সাংবাদিকদকে কারাবরণও করতে হয়েছে।