ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, তরুণ ও যুব সমাজকে সুরক্ষা ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। সমাজের মুরুব্বিয়ানদের সমন্বয়ে পূর্বের পঞ্চায়েত ব্যবস্থা পুনরুজ্জীবিত করে সমাজকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ডেমরা থানা বিএনপি একযোগে কাজ করবে।
বুধবার বিকালে রাজধানীর ডেমরা থানাধীন ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ডের হাজিনগর ইউনিট বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, কিছু তরুণ ও যুবক কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির মতো অপরাধে জড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা-৫ আসন বিএনপি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি, আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর নেতৃত্বে সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান।
ইফতার মাহফিলে ডেমরা থানা বিএনপির নেতা মো. মনির হোসেন খান, মো. সকাল, মো. আওলাদ হোসেন, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ভুঁইয়া, ডেমরা থানার যুবনেতা মো. প্রকাশ হক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ রানা, ডেমরা থানা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস ও কৃষক দলের আহ্বায়ক মো. শ্যামলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন