মাদারীপুরের খোয়াজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় পলাশ সর্দার (১৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টা ১০মিনিটে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পরই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক এসআই মো. মাসুদ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় অলিল ও তাজেল নামে দু'জন চিকিৎসাধীন রয়েছেন। দুজনের মধ্যে অলিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
মাদারীপুরের খোয়াজপুর টেকের হাট গ্রামের মুজাম সর্দারের ছেলে।
নিহত পলাশ স্থানীয় স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিন ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট।
এর আগে শনিবার বেলা ১২টার দিকে সংঘর্ষের ঘটনায় সাইফুল সরদার ও অলিল সরদার নিহত হন।
বিডি প্রতিদিন/আরাফাত