রাজধানীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শাহাবুদ্দিন (৫৫), লাইজু বেগম (৩৯), হিরন ওরফে হালিম (২৭) ও ইলিয়াস (২৮)। শুক্রবার (৭ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
কোতোয়ালি থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (৬ মার্চ) কোতোয়ালি থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও চোরচক্রের সদস্য রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ