ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. নেসার উদ্দীন। গত ২০ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। মো. নেসার উদ্দীন বলেন, ‘আইইবি সদস্যদের কল্যাণ এবং দেশের ইঞ্জিনিয়ারিং খাতকে আরও সমৃদ্ধ করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। এ দায়িত্ব আমার জন্য একটি চ্যালেঞ্জ এবং সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে।’
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. নেসার উদ্দীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি বুয়েট ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।