বরিশালের উজিরপুরের একটি বাগান থেকে তিনটি ককটেল ও দুইটি পেট্রোল বোমা সাদৃশ্য বোতল উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন উজিপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ করিম।
তৌহিদ করিম জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে উপজেলার পূর্ব ধামসর গ্রামের আব্দুল মালেক মোল্লার বাগান থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমা
সাদৃশ্য দুইটি বোতল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। তারা এলে বলতে পারবো এগুলো ককটেল ও পেট্রোল বোমা কিনা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রশিদ বলেন, এগুলো বোমা কিনা বিশেষজ্ঞরা বলতে পারবেন। অবিস্ফোরিত দেখে পানির মধ্যে রাখা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে যুব, ছাত্র ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/মুসা