লং মার্চের ঘোষণা দিয়ে চার ঘণ্টা পর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতরা। তবে কবে লং মার্চ করবেন, তারা সেই ঘোষণা দেননি। সবার সঙ্গে আলোচনা করে লং মার্চ কর্মসূচির তারিখ পরে জানাবেন তারা।
বিভিন্ন দাবি আদায়ে সোমবার দুপুর আড়াইটার পর রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড় অবরোধ করেন জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে আহতরা। পরে সন্ধ্যা পৌনে ৭টায় তারা সড়ক ছেড়ে দেন।
পুলিশের রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘লং মার্চ করবেন বলে ঘোষণা দিয়ে আহতরা সড়ক ছেড়ে দিয়েছেন। লং মার্চ কর্মসূচির তারিখ তারা পরে জানাবেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
আহতদের দাবির মধ্যে আছে— আহতদের দুইটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের ১৫ হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শান্তির বিধান থাকতে হবে।
এ ছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবিও রয়েছে তাদের।
বিডি প্রতিদিন/জুনাইদ