'ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনাসমূহ প্রকাশ'-শীর্ষক এক তথ্যবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইনে নারীদের যৌন হয়রানি, অপতথ্য প্রচার এবং মানসিক নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলীতে অনুষ্ঠিত এই তথ্যবিনিময় সভার আয়োজন করে গবেষণাভিত্তিক এডভোকেসি প্রতিষ্ঠান ভয়েস। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ভয়েসের প্রকল্প ব্যবস্থাপক প্রমিতি প্রভা চৌধুরী। সভায় গত বছর অক্টোবর থেকে ঘটে যাওয়া নারীর প্রতি অনলাইন সহিংসতার ১৩টি ঘটনা বিশ্লেষণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা। এসময় প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের ওপর জোর দেন তারা।