বকেয়া বেতন-ভাতা পাওয়ার দাবিতে বরিশালের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিংয়ে নিয়োগকৃত কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার নগরীর অশি^নী কুমার হলের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। মানববন্ধনে সঞ্চালনা করেন আউটসোর্সিং কর্মচারীর পক্ষে জাবেদ হোসেন। মানববন্ধনে ৬৪ জন কর্মচারী অংশ নেয়।
বক্তারা জানান, গালফ সিকিউরিটি সার্ভিস লিমিটেডের মাধ্যমে নিয়োগ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ৪র্থ শ্রেণীর বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। করোনার সময় তারা সেবা দিয়েছেন। কিন্তু গত ১৬ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। তাই বকেয়া বেতনসহ চলতি মাসের বেতন দেয়ার দাবি জানিয়েছেন বক্তারা।
এর আগে স্বাস্থ্য সচিব, বরিশাল সিভিল সার্জন, গালফ সিকিউরিটি প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কলকারখানা সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকতার কাছে স্মারকলিপি দিয়েও কোন সমাধান হয়নি। তাই বকেয়া বেতনের পাওয়ার দাবিতে আজ রাস্তায় নেমেছে তারা। বকেয়া বেতন না পেলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ