স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আনসার বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে বলেন, ‘দেশের উন্নয়নমূলক কাজ তারা করছে। গণঅভ্যুত্থানে সব খালি হয়ে গিয়েছিল, কিন্তু আনসার বাহিনী তাদের স্থান ছাড়েনি। এজন্য তাদের ধন্যবাদ দেওয়া উচিত।’
তিনি বলেন, আন্দোলনে আনসার সদস্যদের যেসব দাবি যৌক্তিক তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তবে তাদের অযৌক্তিক দাবি তা বিবেচনা করা হবে না।
বুধবার গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় ডেভিল হান্ট অপারেশনে অস্ত্র উদ্ধার সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘অভিযানে যতগুলো অস্ত্র উদ্ধার আশা করেছিলাম, সেই আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি। তবে আস্তে আস্তে হয়তো হবে।’ যতদিন ‘ডেভিল’রা থাকবে ততদিন অভিযান চলবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমি জানি না। এ ব্যাপারে আমি কোন কমেন্টও করতে চাই না।’
এর আগে আনসার ও ভিডিপি একাডেমিতে দরবার হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে বাহিনীর সদস্যরা থানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের ক্রান্তিকালে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে এ বাহিনীর সদস্যরা শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ আমন্ত্রিত সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী, সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভালো কাজের স্বীকৃতির জন্য বাহিনীর ১৫৬ জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্য-সদস্যাদের আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভূষিত করা হয়। পরে উপদেষ্টা আনসার একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন, ফটোসেশনে অংশ নেন এবং কুটির শিল্প প্রদর্শনী ঘুরে দেখেন।
বিডি প্রতিদিন/আরাফাত