বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পাঁচটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার।
এ ঘটনায় বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত কুমার সরকার এয়ারপোর্ট থানায় ব্রিফিং করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে এয়ারপোর্ট থানা পুলিশ ডেভিল হান্টের আওতায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নে অভিযান চালায়। অপরাধীরা নিজেদের বাঁচাতে পাঁচটি দেশীয় পাইপগান বাবুগঞ্জের খানপুরা এলাকায় রহমতপুর ইউনিয়ন পরিষদের পুকুরে ফেলে রেখে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানার পর পুলিশ দ্রুত সময়ের মধ্যে সেগুলো উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
উপ-পুলিশ কমিশনার বলেন, যারা অবৈধ অস্ত্রধারী, যারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত, যারা দেশের আইনশৃঙ্খলা বিঘ্ন করতে পারে, এদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে। কারা এর সাথে জড়িত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এমআই