টঙ্গীতে এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ প্রস্তুতি। টঙ্গীর কহর দরিয়াখ্যাত তুরাগ নদের তীরে আগামী শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫৮তম বিশ্ব ইজতেমার উভয়পর্ব।
বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ী নেজামের অধীনে গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। পরে ২ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জুবায়ের অনুসারীদের ইজতেমা।
স্থান সংকুলান না হওয়ার কারণে ৬৪ জেলার মুসল্লিরা দুই ধাপে অংশ নেন। এরপর আটদিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে দ্বিতীয় পর্বের ইজতেমা।
ঢাকার মানিকগঞ্জ থেকে আসা মুসল্লি মো. মুজিবুর রহমান জানান, ময়দানে জায়গা না পাওয়ার কারণে একদিন আগেই ময়দানে এসে জায়গা নিয়ে অবস্থান করছেন। ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিদেশি মুসল্লিরা বুধবার রাতে ময়দানে এসে অবস্থান নেবেন। আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর মুসল্লিদের উদ্দেশে বয়ান করবেন দেশী-বিদেশি শীর্ষ মুরব্বিরা।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন বলেন, প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দ্বিতীয় পর্বে ফোর্সের সংখ্যা কিছুটা কমবে। আশা করি দ্বিতীয় পর্বও সফলভাবে সম্পন্ন হবে।
বিডি প্রতিদিন/এমআই