গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজার নাইট বিল, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে প্রায় চার ঘণ্টা মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের তৈরি হয়। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে দুপুর একটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিক সাখাওয়াত হোসেন, হৃদয় ও আফজাল জানান, কারখানাতে প্রায় তিন হাজারের মতো শ্রমিক কর্মরত আছে। শ্রম আইন অনুযায়ী ওভার টাইম সময়ের রাত্রীকালীন ডিউটি করার সময় নাইট বিল ও টিফিন দেওয়ার কথা থাকলেও তা কখনোই দেওয়া হয়নি। এ ছাড়াও ঈদ বোনাস বেসিক বেতনের পুরোটা দেওয়ার কথা থাকলেও ৪০ ভাগ বেতন দেওয়া হয়। বাৎসরিক ছুটির বোনাস দেওয়ার কথা থাকলেও তা বিভিন্নভাবে কেটে রেখে দেয়। এসব নিয়ে প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর করা হয় বলে শ্রমিকরা অভিযোগ তুলে আন্দোলনে নামেন।
বিষয়টি নিয়ে আমরা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসলে কর্তৃপক্ষ তা নিয়ে কোনো আলোচনা করছে না। প্রতিনিয়তই শ্রমিকদের ঠকানো হচ্ছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই