দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল রবিবার রাত ৯টার দিকে নগরীর হারিকেন এলাকায় অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে গাছা থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে যায়।
জানা গেছে, বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকরা রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। আটকা পড়েন শত শত যাত্রী ও যানবাহন। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাত সোয়া ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকার ওই পোশাক কারখানাটিতে প্রায় ১৫০ শ্রমিক কাজ করেন। কারখানাটিতে সাব-কন্ট্রাকে কাজ চলে। শ্রমিকদের সার্ভিস বোনাসসহ আরো কিছু বকেয়া পাওনা রয়েছে।
এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। সার্ভিস বেনিফিটসহ বকেয়া পরিশোধ সংক্রান্ত বিষয় নিয়ে রবিবার টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সভায় সমস্যাগুলোর সমাধান না হওয়ায় শ্রমিকরা রাত সোয়া ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন। পরে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা রাত ১২টার পর অবরোধ তুলে নেয়।
বিডি প্রতিদিন/নাজিম