নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী পিকআপ খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আ. রাজ্জাক (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছেস আরও দুজন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারের জালাকান্দী এই দুর্ঘটনা ঘটে।
নিহত আ. রাজ্জাকের বাড়ী পার্শ্ববর্তী রুপগঞ্জে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জুয়েল (৪৫) ও আবুল হোসেন (৪০) নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, একটি পিকআপ দিয়ে রুপগঞ্জ থেকে ৩ জন লোক গরু বিক্রি করার জন্য বিশনন্দী গরুর হাটে যাচ্ছিল। যাওয়ার পথে জালাকান্দী এলাকায় পৌঁছলে পথচারীকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায় ও আরও দুইজন আহত হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ খাদে পড়ে গেলে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন। নিহতের লাশ হাসপাতালে রয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ