নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের ভিডিও ভাইরাল হওয়ার পর নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২০নং ওয়ার্ডের সেক্রেটারি জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জামান অটোরিকশার গ্যারেজ নামে নিজ গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী গ্যারেজ থেকে সাইদুলকে আটক করা হয়।
এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত ২ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও থানা সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন তারা। পাশাপাশি নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও তার অনুসারী।
একই সাথে সোমবার এই সংক্রান্ত একটি ভিডিও 'বাংলাদেশ আওয়ামী লীগ'র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ দুইজনকে আটক করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল