টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় ময়দানে আগত আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জন।
সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।
মৃত ব্যক্তির পরিচয়ে বলা হয়েছে, তার নাম সাইফুল ইসলাম (৪৮), বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার রংপুর গ্রামে। তার পিতার নাম ইমাম উদ্দিন।
এর আগে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ জন মুসল্লির মৃত্যু নিশ্চিত করেন ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।
বিডি প্রতিদিন/আরাফাত