রাজশাহীতে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কসবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোদাগাড়ী উপজেলার ফরাদপুর এলাকার তকিবুলের ছেলে মো. ইব্রাহিম (২৭) ও গোদাগাড়ীর মাটিকাটা এলাকার রহিম মুন্সির ছেলে মো. মারুফ (২৫)।
নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়েছে। এ ছাড়া নিহত দুইজনের লাশ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের দিকে থেকে একটি যাত্রীবাহী বাস রাজশাহীতে আসছিল। আর কাশিয়াডাঙ্গার দিক থেকে যাত্রীবাহী অটোরিকশা চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন। পরে লাশ ও আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। সেখানে থানাপুলিশ কাজ করছে।
দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহতের কথা শুনেছি। তবে আহত ও নিহতদের লাশ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহত-নিহতদের পরিচয় হাসপাতাল থেকে জানতে হবে। সড়কে যানজট এড়াতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে মামলা হবে।
বিডি প্রতিদিন/এমআই