নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুইটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার ভুলতা এলাকার তাতবাজারে একটি দোকান ও ভোররাতে ইছাপুরা বাজারে আগুন লেগে ৯টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।
ইছাপুরা বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর রাতে ইছাপুরা বাজারের কয়েকটি দোকানে আগুন লাগে। আগুনে বাজারে থাকা নয়টি দোকানসহ মালামাল পড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিষ্টি দোকানি জনি জানান, তার দোকানে থাকা মালামাল সব পুড়ে গেছে। এভাবে ৯ টি দোকানে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবুল মিয়া, জনি মিয়া, আব্দুল্লাহ, বাদল মিয়া, আলামিন, কিসমত আলী, আক্কেল আলী, মামুন মিয়া ও জলিল মিয়া রেজোয়ান বলেন, আগুনে দোকানসহ মালামাল পুরে তারা নিঃস্ব হয়ে গেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, দ্রুত আগুন না নেভানো গেলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারতো।
এদিকে সন্ধ্যায় উপজেলার ভুলতা এলাকার তাতবাজার মার্কেটে সেলাই মেশিনের পার্টস ও কেমিক্যাল ব্যবসায়ী অপুর দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন আতঙ্কে মার্কেটের হাজার হাজার ক্রেতা ও ব্যবসায়ীর রাস্তায় নেমে আসে। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল।
বিডি প্রতিদিন/মুসা