সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী রেলগেটে আটকা পড়েছে দুই ট্রেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ সোমবার বিকালে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেন দুটি মহাখালী পর্যন্ত গিয়ে আটকা পড়ে।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীরা ট্রেন আটকে দিয়েছে। এখন ট্রেন চলাচল বন্ধ আছে। শুধু পদ্মা সেতু হয়ে রুট ও নারায়ণগঞ্জের লাইনটি ক্লিয়ার আছে। তবে সন্ধ্যা পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন নেই।
তিনি বলেন, শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং অবরোধের ফলে দেশের অধিকাংশ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। বেশিরভাগ ট্রেন এই রুট দিয়ে চলাচল করে।
এদিকে, শিক্ষার্থীদের অবরোধের ফলে বর্তমানে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ