বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে। ৩১ জানুয়ারি শুরু হওয়া প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের ইজতেমা রবিবার শেষ হওয়ার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে। সোমবার সকালে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইজতেমা। দ্বিতীয় ধাপের এ ইজতেমা শেষ হবে পাঁচই ফেব্রুয়ারি।
এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীদের ইজতেমা শুরু হবে। এদিকে, ইজতেমা মাঠের দুই কিলোমিটারের মধ্যে ড্রোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গতকাল রবিবার জিএমপি একটি গণবিজ্ঞপ্তি জারি করে।
এতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে আগতদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকার দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ২ থেকে ১৮ ই ফেব্রুয়ারি ড্রোন ও ড্রোন ক্যামেরা বা ভিডিওসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।
জিএমপির এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রবিবার সকালে টঙ্গীর ইজতেমা মাঠে ওপর থেকে একটি ড্রোন পড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে অন্তত ৬০ জন আহত হন।
সূত্র : বিবিসি বাংলা।
বিডি-প্রতিদিন/শআ