গাজীপুরের শ্রীপুরে স্কুল শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের রাজিব হাসান খান শাওনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।
ডাকাতির শিকার শিক্ষকা শাম্মী আক্তার দক্ষিণ বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি জানান, রাত তিনটার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। হাফপ্যান্ট পরিহিত ডাকাতদের কারো মুখোশ পরা এবং কারো মুখে কালি লাগানো ছিল। ডাকাতরা গৃহকর্তা শাওনকে হাত-পা বেঁধে মাথার উপর রামদা ধরে গৃহকর্তার স্ত্রী শিক্ষিকা শাম্মী আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে।
এ সময় ডাকাতরা তাদের স্কুল পড়ুয়া দুই ছেলে সারাজ ও সাফিককেও অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা ঘরের ওয়ারড্রব এবং আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণ, তিনটি স্বর্ণের চেইন, কানের দুল এবং দুইটি মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে।
মাওনা পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি, এটা ডাকাতি নয় চুরির ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, এটা ডাকাতি ঘটনা নয়, চুরির ঘটনা। ঘটনার তদন্ত করা হচ্ছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই