সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনার মামলায় খুলনা সিটি করপোরেশনের অপসারিত মহিলা কাউন্সিলর ও জেলা যুব মহিলা লীগ সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জেসমিন পারভীন জলিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মোল্লাপাড়া মেইন রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ২১ সেপ্টেম্বর খুলনা সদর থানায় দায়েরকৃত মামলায় এজাহারভূক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম শনিবার দুপুরে তাকে গ্রেফতার করে। জেসমিন পারভীন জলি নারী ও শিশু নির্যাতন দমন আদালত খুলনার প্রাক্তন পিপি।
নগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, জেসমিন পারভীন জলি খুলনা সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে তার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের সহযোগিতায় সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল