ঢামেক হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন, কারাবন্দি ছাবেদ উল্লাহ (৬০) ও সুমন মিয়া (৪৩)।
ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
কারা সূত্রে জানাগেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলায় বন্দি ছিলেন ওই থানার এগারোসিন্ধু গ্রামের মুসলিম মিয়ার ছেলে ছাবেদ উল্লাহ। তার বন্দি নম্বর ৭৯১৮/এ। পরে ওই মামলায় তার সাজা হয় মৃত্যুদণ্ড।
তিনি কিশোরগঞ্জ কারাগার থেকে ছিলেন কাশিমপুর কারাগার। অসুস্থতার কারণে তাকে সেখান থেকে গত ৩০ জানুয়ারি (২০২৫) ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার সময়ে তার মৃত্যু হয়।
অপরদিকে, একই দিন দিবাগত-রাত ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারাবন্দি সুমন মিয়া। তার বন্দি নম্বর হাজতি -৪৫৯৩/২৫। তাকে আগের দিন ৩১ জানুয়ারি অসুস্থতার কারণে নারায়ণগঞ্জ কারাগার থেকে কারা কর্তৃপক্ষ তাদের হেফাজতে ঢামেক হাসপাতালে ভর্তি করান। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আইল পাড় গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি বিচারাধীন একটি সি,আর মামলায় বন্দি ছিলেন। যার নম্বর২৮৭/২৪।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন