ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জে ব্লকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান হিরু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন তালুকদার, ফরমোনিক ডিজাইন এন্ড কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু হানিফ, রাজবাড়ী বিল্ডার্স লি. ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রোটারিয়ান মো. আবুল হাসান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করে ফরমোনিক ডিজাইন এন্ড কন্সট্রাকশন লিমিটেড। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক নেতৃবৃন্দ এবং সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ফরমোনিক ডিজাইন এন্ড কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। আজকের এদিনে প্রকৌশলী হিসেবে বলতে চাই দিনমজুর, শ্রমিক এবং সকল ঠিকাদার তাদের ন্যায্য পাওনা বুঝে পাক। মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে তাদের জীবনযাত্রা নির্বাহের জন্য ন্যায্য পাওনা বুঝে পাক। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই আমাদের প্রত্যাশা।