বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ ও সংক্ষিপ্ত সভা করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার জুম্মা নামাজের পর নগরীর গৃর্জা মহল্লা জামে কশাই মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।
ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে ওই বিক্ষোভ মিছিল শেষে অশ্বিনী কুমার হলের সামনে সভা করে। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক ও বিতর্ক সম্পাদক হারুন অর রশিদ। বক্তারা দেশে যেন আর কোন স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে সেই জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। এছাড়াও এদেশে আর কোন স্বৈরাচারের স্থান হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিডি প্রতিদিন/এএ