বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অনশন এবং দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা মিছিল নিয়ে মহাখালী এবং গুলশান প্রদক্ষিণ শেষে কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন একদল শিক্ষার্থী। এদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচিতে অনঢ় থাকার কথা বলছেন আন্দোলনকারীরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ। নির্দেশনায় বলা হয়, মহাখালী-আমতলী হয়ে গুলশান-১ এর দিকে এবং গুলশান-১ থেকে আমতলীমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এক্ষেত্রে নিম্ন বর্নিত সড়ক সমূহে ডাইভার্সন করা হচ্ছে-
বনানী-কাকলী থেকে জাহাঙ্গীর গেটগামী চালক/যাত্রীএদর ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া মহাখালী থেকে আমতলী রাইট টার্ন করে যারা গুলশান-১ এর দিকে যাবেন তাদেরকে আমতলী হয়ে কাকলী/বনানীর দিকে সোজা গিয়ে কাকলী ক্রসিং অথবা আরও সামনে গিয়ে ইউটার্ন নিয়ে বনানী/গুলশান-২ এর সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া বনানী/কাকলী থেকে আমতলীর দিকে যাওয়া যানবাহনকে সোজা মহাখালী টার্মিনালের দিক দিয়ে যাওয়ার কথা বলেছে ট্রাফিক বিভাগ।