রাজধানীর কেরানীগঞ্জ উপজেলায় মিলেনিয়াম সিটি, শতরূপা হাউজিং ও মধু সিটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসব হাউজিং জলাশয়, কৃষিজমি ও বন্যাপ্রবাহ অঞ্চল ভরাট করে ভবন নির্মাণ করা হয়েছে। এই স্থানে ৬টি ভবন, মিটারসহ খালি বিদ্যুৎ খুঁটি অপসারণ করে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় মিলেনিয়াম সিটি, শতরূপা হাউজিং ও মধু সিটি কর্তৃক টোটাইল ও ঘাটারচর মৌজাস্থিত বিশদ অঞ্চল পরিকল্পনায় (২০২২-২০৩৫) জলস্রোত এলাকা হিসেবে চিহ্নিত। একইসঙ্গে জলাশয়, কৃষিজমি, বন্যাপ্রবাহ অঞ্চল (জলকেন্দ্রিক পার্ক) যা টোটাইল বিল নামে পরিচিত। এই এলাকার কৃষিজমি ও জলাধার রক্ষার স্বার্থে পরিবেশবাদি সংগঠন বেলা কর্তৃক হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করে। যার আলোকে হাইকোর্ট ডিভিশন গত বছরের ২৮ জানুয়ারি উক্ত হাউজিংয়ের সব কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা রায় দেন।
হাইকোর্টের উক্ত রায় বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬টি ভবন ও একটি লোহার ব্রিজ ভেঙে ফেলা হয়। এছাড়া ৬০-৭০টি তারবিহীন খালি বিদ্যুৎ খুঁটি অপসারণ এবং ৬টি মিটার জব্দ করা হয়। একই সঙ্গে একটি ড্রেজার মেশিন ও একটি বুস্টার মেশিন ভেঙে দেওয়া হয়। এছাড়া অভিযানে বিভিন্ন প্লটের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে।
অভিযানে প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন অঞ্চল ৫ পরিচালক মো. হামিদুল ইসলাম, উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা, মুস্তাফিজুর রহমান, রওনক জাহান, অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/বাজিত