বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, 'আমরা সংস্কার চাই কিন্তু দীর্ঘ সময় নয়। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করুন। নয়তো জনগণ গণ-আন্দোলনে উদ্বুদ্ধ হবে। অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা প্রদান করুন। জনগণ ভোটের মাধ্যমে তাদের সরকার বেছে নেবে।'
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ডেমরায় হাজীনগর সেবা হাসপাতালের সামনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেমরা থানা বিএনপির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও মো. আনিসুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী।
এসময় নবী উল্লাহ নবী বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির অনেক নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য আব্দুল হাই পল্লব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আবুল হাশেম।
বিডি প্রতিদিন/মুসা