গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় অবৈধভাবে গভীর নলকূপ ব্যবহারকারী কারখানার বিরুদ্ধে অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে এ অভিযান চলে।
এসময় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, রেডিসন ওয়াশিং, রুপম প্যাকেজেস এন্ড প্রিন্টিং, ব্লু ফ্যাশন, জিন্স পলো, রবিন প্রিন্টিং, এলিগেন্স ওরিয়েন্টালসহ বেশকয়েকটি কারখানায় অভিযান পরিচালিত হয়। এসময় রেডিসন ওয়াশিং কারখানা ও রুপম প্যাকেজেস এন্ড প্রিন্টিং কারখানাকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্ববধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, মেকানিক্যাল কর্মকর্তা আমজাদ হোসেন, টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক আবুল হোসেন প্রমুখ।
তত্ত্ববধায়ক প্রকৌশলী সুদীপ বসাক বলেন, শতাধিক কারখানা অনুমোদনবিহীন অবৈধভাবে গভীর নলকূপ ব্যবহার করছে। সিটি কর্পোরেশন বার বার নোটিশ দেয়ার পরও কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করার অভিযান চালানো হয়েছে। সরকারি রাজস্ব বাড়াতে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/মুসা