গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ির মালিককে প্রাণনাশের হুমকি ও সীমানা প্রাচীর ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে রাজ্জাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার রাতে উপজেলার সফিপুর দোকানপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার বিকেলে মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ওই জমিতে ঘর বাড়ি করে বসবাস করে আসছে। তার পাশেই রয়েছে রাজ্জাক নামে এক ব্যক্তির ঘর বাড়ি। দুই বাড়ির মাঝখানে রয়েছে দীর্ঘদিনের সীমানা প্রাচীর। ওই সীমানা প্রাচীর শুক্রবার রাত ১০টার দিকে হঠাৎ করে রাজ্জাক মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর চালায়।
এসময় বাড়ির ভাড়াটিয়া আনোয়ারা ও লাইলীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে ওই স্থানে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে এলাকাবাসী ওই বাড়ির মালিকসহ আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মৌচাক পুলিশ ফাঁড়ির টহল দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দু’পক্ষের লোকজনকে শান্ত থাকার নির্দেশ দিয়ে ঘটনাস্থল থেকে চলে আসেন। শনিবার বিকেলে মিজানুর বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত রাজ্জাক মিয়া জানান, আমাদের জমিতে বাউন্ডারি করেছে। তাই আমরা ভেঙে দিয়েছি। তবে আমি আগুন দেইনি। তারা আগুন দিয়ে আমাদের নাম দিয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাফিস মেহেদী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়ে চলে এসেছি।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলি আক্তার জানান, ভাঙচুরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই