আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার মাছিমপুর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় মাছিমপুর এলাকার সামসুল হকের ছেলে রাকিব ওরফে গুই রাকিব, একই এলাকার ফজলুল হকের ছেলে বিজয় ও আবুলের ছেলে শাহিনসহ ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকেই মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোহাম্মদ আলী ও রাকিব ওরফে গুই রাকিবের কয়েক দফায় ঝামেলা হয়েছে। এরই জের ধরে দুই পক্ষই অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় রাকিব, বিজয়, শাহিন গুলিবিদ্ধ হয়। এ ছাড়া আরও ৯ জন আহত হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
বিডি প্রতিদিন/এমআই