নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব উপলক্ষে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের সেমিনার কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম আজাদ সরকার, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালামসহ স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় আগামী ১৮ জানুয়ারি শনিবার থেকে মাসব্যাপী লোকজ মেলাটি বাংলাদেশসহ বিশ্ব দরবারে কিভাবে জনপ্রিয়তা পাবে সে বিষয়ে আলোচনা করা হয়। মেলায় গ্রাম-বাংলার প্রকৃত সৌন্দর্য ফুটে উঠাসহ সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলম।
বিডি প্রতিদিন/হিমেল