নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তির লক্ষ্যে শ্রমিকদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় তারাব পৌর শ্রমিক দলের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তারাব পৌর শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান রাহুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, পৌর যুব দলের আহ্বায়ক আফজাল কবির, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান, কাজী টুটুল, রাসেল শিকদার, হাজী নবীর শিকদার ও মিজানুর রহমানসহ অনেকে।
বিডি প্রতিদিন/এমআই