বরিশালে শুরু হয়েছে ডিআইজি কাপ (অনুর্ধ্ব-১৪) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়। এর আয়োজন করেছে বরিশালের ফর্মার ক্রিকেটার্স ক্লাব। সহযোগিতা করছে বরিশাল রেঞ্জ পুলিশ। টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার।
বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর (বিএমপি) পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, দশম আমর্ড ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন, আরআরএফ কম্যান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আব্দুস সালাম ও পুলিশ সুপার মো.শরিফ উদ্দীন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ