রাজধানীর দক্ষিণ খানের ৪৭ নং ওয়ার্ডের উত্তর ফায়দাবাদ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পূর্বের নাম মসজিদুল কোবা নামেই সড়কটির সাইনবোর্ড লাগানো হয়েছে।
রবিবার বিকালে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল মসজিদের নাম অনুযায়ী সাইনবোর্ড লাগিয়ে দেন। এসময় দক্ষিণ খান থানা যুবদল, ছাত্রদলসহ স্থানীয় মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
এসময় মসজিদ কর্তৃপক্ষসহ স্থানীয়দের কাছে দুঃখপ্রকাশ করেন যুবদল নেতা শরিফ উদ্দিন জুয়েল। তিনি বলেন, বিএনপির নামে কেউ অপকর্ম করলে আমরা সেটা টলারেট করবো না। এলাকার শান্তি এবং মানুষের জন্য যা মঙ্গলময় তাতেই নিহিত আছে আমাদের রাজনীতি। আমরা সব সময় জনপ্রত্যাশাকে সম্মান করি এবং করবো।
উল্লেখ্য, সম্প্রতি মসজিদুল কোবা সড়কের সাইনবোর্ড নামিয়ে নিজের দাদার নামে সড়কের সাইনবোর্ড লাগিয়ে দেন এক যুবদল নেতা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন