চিহ্নিত জলাশয় ও কৃষিজমি ভরাট বন্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ দিনব্যাপি রাজধানীর মিরপুর বেড়ীবাঁধ এলাকায় সংস্থাটির নগর পরিকল্পনা শাখা এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। রাজউকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর মিরপুর বেড়ীবাঁধ সংলগ্ন তুরাগ নদীর পশ্চিম পাশে উত্তর কাউন্দিয়া ও বেড়িবাধের রাস্তায় রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। চিহ্নিত জলাশয় ও কৃষিজমি ভরাট বন্ধে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ড্যাপের ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে বালু ভরাট ও প্লটের নির্মাণ কাজ করায় দুই প্লট মালিক ওয়ালীদ হোসেন ও নুরুল ইসলামকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভেঙে দেয়া হয় ৬টি প্লটের সীমানা প্রাচীর। পাইপলাইন বিচ্ছিন্ন করা হয় ৪টি ড্রেজিং মেশিনের। এছাড়া ওই এলাকায় সব ধরনের উন্নয়ন কার্যক্রম বন্ধসহ ড্রেজিং মেশিন ১ দিনের মধ্যে সরানোর নির্দেশনাও দেয়া হয়। এতে আরও জানানো হয়, অন্য একটি অভিযানে এলজিইডি কর্তৃক নির্দিষ্ট স্থানে ব্রিজ নির্মাণ না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। সেইসঙ্গে ব্রিজের নকশা ও রাজউকের অনাপত্তিপত্র জরুরি ভিত্তিতে রাজউকের দাখিলের অনুরোধ জানানো হয়।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন রাজউক অঞ্চল-৩ এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া, উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা, মুস্তাফিজুর রহমান, আবু কাওসার, সহকারী নগর পরিকল্পনাবিদ, সহকারী অথরাইজড অফিসার, কানুনগো, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আরাফাত