রাজশাহীর উত্তরাঞ্চলে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কনকনে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। এই তীব্র শীতে গরমের উষ্ণতা দিতে খেটে খাওয়া দিনমজুর ও শীতার্ত মানুষের মাঝে কাঁকনহাট পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভা চত্বরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কাঁকনহাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম।
এসময় তিনি জানান, এ অঞ্চলের হঠাৎ করেই ঘন কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে। তীব্র শীতে গরমের উষ্ণতা দিতে খেটে খাওয়া দিনমজুর ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এসব শীতার্ত অসহায় মানুষ যাতে শীতে কষ্ট না করে, সেই জন্য পৌরসভার পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনিসুজ্জামান।
বিডি প্রতিদিন/এমআই