হাসিনার পাতানো নির্বাচনে সহযোগিতাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।
জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০১৪, ১৮ এবং ২৪ এর অবৈধ ও প্রহসনের সংসদ নির্বাচনের আয়োজক শেখ হাসিনা, নির্বাচন কমিশনার ও সহযোগিতাকারী সকল আমলাদের বিচারের দাবিতে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে তোপখানা রোড হয়ে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম. নাজমুল হাসান বলেন, ‘গত বছরের ঠিক আজকের এই দিনে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের জনগণের ভোটাধিকার হরণ করে তার ক্ষমতাকে প্রলম্বিত করতে এক পাতানো নির্বাচনের আয়োজন করেছিল। শুধু তাই নয়, ফ্যাসিস্ট হাসিনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বিলুপ্ত করে ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন ও ২০১৮ সালে মধ্যরাতের ভোটের আয়োজনও সম্পন্ন করেছিলেন শুধুই ক্ষমতায় টিকে থাকার জন্য। আমরা সব সময়েই তার সেই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আজকের এই নতুন বাংলাদেশে দ্রুত নির্বাচনের আয়োজন করা এখন দেশের ভোটাধিকার বঞ্চিত আপামর জনতার দাবি।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘গতবছরের ঠিক আজকের এই দিনে এই একই স্থানে আমরা তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাতানো নির্বাচনের প্রতিবাদে গর্জে উঠে রুখে দাঁড়িয়েছিলাম। আমরা বাংলাদেশ ইয়ূথ ফোরাম গণতন্ত্র রক্ষার দাবিতে কখনোই পিছপা হইনি। ফ্যাসিস্ট হাসিনার পাতানো ২০১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে সহযোগিতাকারী সকল নির্বাচন কমিশনার, আমলা ও সেসকল নির্বাচনে অংশগ্রহণকারী জনবিচ্ছিন্ন দলগুলোর নেতাদেরকেও বিচারের সম্মুখীন হতে হবে। নয়তো অদূর ভবিষ্যতে আবারো এদেশের মানুষের ভোটাধিকার হরণের সমূহ আশঙ্কা থেকেই যাবে। আজও বর্তমান অন্তর্বর্তী সরকার ও প্রশাসনে ফ্যাসিস্ট হাসিনা আমলের সুবিধাভোগী দালালেরা বহাল তবিয়তে আছে। তাদেরকে অবিলম্বে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনতে হবে। দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এখন দেশের জনগনের প্রধানতম দাবি।’
বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, গণতন্ত্র রক্ষামঞ্চের সভাপতি মনোয়ার হোসেন বেগ, বাংলাদেশ ইয়ূথ ফোরামের সহ-সভাপতি বিপ্লব হোসেন, আশিক রহমান মিরাজ, সৈকত রায়হান ও মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন