চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে সাথী আক্তার (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) সকালে ওই ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডে তার শশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার এই মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করছে। যদিও পুলিশের ভাষ্য- ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, তিন বছর আগে পারিবারিকবাবে গন্ডামারার আজগর হোসেনের (২২) সাথে সাথীর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে সাথীর উপর নির্যাতন করতো তার স্বামী ও স্বামীর পরিবার। সোমবার সকালে সাথী আত্মহত্যা করেছে বলে শশুরবাড়ি থেকে জানানো হয়।
নিহতের ভাই মোহাম্মদ আলম অভিযোগ করেছেন, তার বোনকে শ্বাসরোধ খুন করা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে। তিনি সাথীর মৃত্যুর প্রকৃত কারণ বের করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ প্রসঙ্গে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, গৃহবধুর সাথীর লাশ উদ্ধার করে সুরতহালের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম