চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে খুইল্লা মিয়ার পেট্রল পাম্প সংলগ্ন ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-নুরুল ইসলাম (৪৫), শাহারাজ (৫০), রুবেল শীল (৩৫), মো. শাহজাহান (৩৮), মো. বাবুল শরীফ (৪৮), মো. আবু তাহের (৩৯), নাজিম উদ্দীন (৪৪), আনিসুল হক (২৪), মেহেরাজ (১৯) ও সৈয়দ ছালাম (৪০)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই