বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌদুরী বলেছেন, রাজনৈতিক দলের মূল কাজ জনগণের পাশে দাঁড়ানো, জনগণের পক্ষে দাঁড়ানো। আমরা মিছিল করি, মিটিং করি সব ঠিক আছে। কিন্তু মূল কাজটি হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া। জনগণই শক্তি জনগণই মুক্তি। এ জিনিসটা বিশ্বাস করতে হবে। বিএনপি এটি বিশ্বাস করে বলে, বিএনপি বিগত ১৫ বছর মানুষের অধিকার আদায়ে যে সংগ্রাম করেছে তাতে প্রমাণ করে বিএনপি জনগণের দল। আজ নগরীর ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নেত্রী জেল করেছেন দুই বছর। কিন্তু তিনি আপোষহীন করেননি। প্রতিটি ক্লান্তিলগ্নে বিএনপি জনগণের ঢাল হয়ে কাজ করেছে। একাত্তরের স্বাধীনতার ঘোষনা দিয়েছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৯০ এর এরশাদবিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন আমাদের চেয়াপারসন বেগম খালেদা জিয়া। ২৪ এর গণঅভুত্থানেও ছাত্র-জনতার সাথে সম্পৃক্ত হয়ে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা এ আন্দোলন করেছি।
ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আকতার হোসেন বাবলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নোমান সিকদার সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি সেকান্দর কমিশনার, থানা যুবদলের সাবেক আহবায়ক বজল আহমদ, সাইফুল আলম রুবেল, বিএনপি নেতা ইকবাল হোসেন, পিপি সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক কামরুন নাহার লিজা, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম।
বিডি প্রতিদিন/এএ