চট্টগ্রামে ‘ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট ২০২৪’ শীর্ষক অ্যাওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে এই ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইপসা ও ইউনিলিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় এ পুরস্কার প্রদান করা হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হল- এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, কে বাংলাদেশ, ইকো নেটওয়ার্ক, লাল সবুজ সোসাইটি, রাজাখালী উম্মুক্ত পাঠাগার, ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ইয়ুথ অ্যালায়েন্স ফর সাসটেইনেবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইয়ুথ কনজারভেশন নেটওয়ার্ক, ইয়ুথ পজিশন ইন বাংলাদেশ এবং ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ। এবারের আয়োজনে প্রায় ২০০-এর অধিক যুব ভলেন্টিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। সেখান থেকে ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে চূড়ান্তভাবে মনোনীত করে ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট ২০২৪ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ইপসার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামিমা আক্তার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিফাত বিনতে আরা। ইপসার সহকারী পরিচালক ও ইয়ুথ ফোকাল আব্দুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক নাসিম ফারহানা শিরিন, চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আসিফুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তাজ সুলতানা। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপসার পরিচালক মোহাম্মদ শাহ জাহান। আলোচনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা প্রশ্ন-উত্তরের মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
পরে পরিবেশগত সুরক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈশ্বিক সংরক্ষণের জন্য স্থানীয় পদক্ষেপ নিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের প্যানেল আলোচনা। ইপসার প্রোগ্রাম অফিসার সেতার রুদ্রর সঞ্চালনায় প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক জাকির হোসাইন, ইয়ুথনেট গ্লোবালের প্রধান নির্বাহী সোহানুর রহমান, সাউথ এশিয়ান মবিলাইজেশনের কো-অর্ডিনেটর আমানুল্লাহ পরাগ এবং ইউকেনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক জয়।
বিডিপ্রতিদিন/কবিরুল