সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়।
রবিবার প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল অনুযায়ী, সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সুশোভন বাছাড় পেয়েছেন ৯০.৭৫। সুশোভন খুলনার বয়রা আজিজের মোড় এলাকার বাসিন্দা সুভাষ বাছাড়ের ছেলে। তিনি খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি ও টিএন্ডটি আদর্শ মাধ্যমিক স্কুল থেকে এসএসসি পাস করেন। তার বাবা টিএন্ডটি আদর্শ মাধ্যমিক স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক। সুশোভনের মা বন্দনা সেন ছিলেন হামিদনগর গার্লস স্কুলের শিক্ষক। ছেলের লেখাপড়ায় সার্বক্ষণিক পাশে থাকার জন্য তিনি চাকরি ছেড়ে দেন।
এদিকে ছেলের প্রথম হওয়ার খবর শুনে সুভাষ চন্দ্র বাছাড় বলেন, আমার ছেলে ৯০ এর বেশি পাবে তা আগেই বুজেছিলাম। রেজাল্ট শুনে খুশিতে আমার চোখে পানি চলে আসে। সুশোভন বাছাড়ের মা বলেন, সন্তানের সফলতা চোখ ভরে দেখছি। মেধা তালিকায় ছেলে প্রথম হয়েছে-এর চেয়ে আনন্দের আর কি আছে।
সুশোভন বাছাড় বলেন, ভালো করব জানতাম কিন্তু প্রথম হবো ভাবিনি। তাই অনলাইনে রেজাল্ট দেখার সময় কয়েকবার রিফ্রেস দিচ্ছিলাম। এখনো মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আছি। সুশোভন জানান, ছোটবেলা থেকে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। সেইভাবে প্রথম থেকে চেষ্টা করি বিজ্ঞান ও গণিতের কনসেপ্টগুলো ক্লিয়ার করে পড়ার জন্য। এগুলোতে দুর্বলতা থাকলে ভর্তি পরীক্ষায় সমস্যা হয়ে যাবে। সেভাবেই লেখাপড়া চালিয়ে গেছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন