দীর্ঘ একযুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রকাশ্যে কার্যক্রমে ফিরেছে ছাত্রশিবির। সপ্তাহব্যাপী প্রকাশনা উৎসবের আয়োজন করেছে সংঘঠনটি। রবিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধীজীবী চত্বরে এই উৎসবটি শুরু হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহাইমেন বলেন, দীর্ঘ একযুগ পর ক্যাম্পাসে এমন কার্যক্রম হচ্ছে। মূলত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রশাসনের অসহযোগিতার জন্যই আমরা ক্যাম্পাসে কাজের সুযোগ পাইনি। তবে শিবির সর্বদা সুশৃঙ্খল ও মেধাবীদের সংগঠন। উৎসবে আসার জন্যও সবাইকে আমন্ত্রণ জানান তিনি।
সরেজমিনে দেখা গেছে, বুদ্ধিজীবী চত্বরের স্টলে তিন ধরনের ডায়েরি, জুলাই বিপ্লবকে ধারণ করা ক্যালেন্ডার, বড় ও ছোটদের জন্য শিক্ষমূলক ও বিভিন্ন ইসলামি বইসহ ছাত্রশিবিরের অন্যান্য প্রকাশনা সামগ্রীও রয়েছে। দামে সাশ্রয়ী এসব সামগ্রী সবান্ধব এসে দেখার পাশাপাশি ক্রয়ও করছেন শিক্ষার্থীরা। অনেক অবিভাবকও ভিড় করছেন।
উৎসবে এসে কিছু বই কিনেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নূর নবী। তিনি বলেন, বিগত সময়ে এমন আয়োজন দেখিনি। বর্তমান সময়ে এমন আয়োজন দরকার। এখানে সমসাময়িক দারুণ দারুণ সব ইসলামি বই রয়েছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি মুসলিম হিসাবে এমন বই পড়া দরকার। আর নতুন নতুন লেখকের বই গুলোও সুন্দর। আমি কিছু বই কিনেছি।
স্টলে থাকা ছাত্রশিবিরের বিজ্ঞান ও গবেষণা সম্পাদক নাজমুল সাকিব বলেন, ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। আপনি যদি আমাদের ক্যালেন্ডার গুলোতে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে তিন পাতার ক্যালেন্ডার রয়েছে। যেখানে জুলাই বিপ্লবের বিভিন্ন প্রতীকি তুলে দেয়া হয়েছে। আমাদের এখানে বিভিন্ন প্রকাশনার বই, তিন রকমের ডায়েরি, ছাত্রশিবিরের লিখিত কলম এবং চাবির রিং, টেবিল ক্যালেন্ডার এবং নিজস্ব প্রকাশন সামগ্রী রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ