দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী, জেলা ক্যাবের সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু, আজীবন সদস্য ডা. নাসিমুল ইসলাম মনু, আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, পেশাজীবী সংগঠক অলিয়ার রহমান খান ও সরকার মো. মাছউদুর রহমান।
বাংলাদেশ প্রতিদিনের মানিকগঞ্জ প্রতিনিধি মো. কাবুল উদ্দিন খানের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন আলহাজ এ এস এম সাইফুল্লাহ। এসময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সর্বোচ্চ প্রচারসংখ্যা ধরে রাখতে পেরেছে। সারা দেশের মতো মানিকগঞ্জেও এই পত্রিকার পাঠকসংখ্যা অনেক বেশি। এর সুনাম আগামীতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।"
বিডি প্রতিদিন/আশিক