পূর্ব শত্রুতার জেরে ইদ্রিস আলী নামে এক কৃষকের প্রায় ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, প্রায় ৩ বছর আগে উপজেলার মালাধরপুর গ্রামের বেলতলা মাঠে কৃষক ইদ্রিস আলী ২২ শতক জমিতে ড্রাগন ফলের আবাদ করেন। কয়েকদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফল বাজারে বিক্রিও করেছেন। সামনে আরও ড্রাগন ফল বিক্রির আশা করছিলেন তিনি। কিন্তু সেই আশা আর পূরণ হলো না কৃষক ইদ্রিস আলীর।
ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলী জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আজমপুর গ্রামের মজিবর রহমান ও তার পরিবারের সাথে বিরোধ চলছিল। এরই জেরে এই ধরনের ঘটনা ঘটতে পারে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই