বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম। দিন দিন এই ব্রাউজারটি সাইবার অপরাধীদের প্রধান টার্গেট হয়ে উঠেছে। ব্রাউজারের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা চুরি করছে এবং পুরো ব্রাউজার নিয়ন্ত্রণে নিচ্ছে। ফলে, কোটি কোটি ব্যবহারকারী এখন একটি গুরুতর সাইবার ঝুঁকিতে রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ফার্ম স্কোয়ারএক্সের গবেষকরা সম্প্রতি একটি নতুন হ্যাকিং পদ্ধতি চিহ্নিত করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘ব্রাউজার সিংকজ্যাকিং’। এই হামলাটি হ্যাকারদের জন্য অত্যন্ত সহজ এবং সঙ্গতিপূর্ণ। এতে গুগল ক্রোমের ব্যবহারকারীর ডেটা খুব কম অনুমতির মাধ্যমে চুরি করা হয়।
হ্যাকাররা প্রথমে একটি ক্ষতিকর গুগল ওয়ার্কস্পেস ডোমেইন তৈরি করে, যেখানে একাধিক ইউজার প্রোফাইল থাকে এবং নিরাপত্তা ফিচার যেমন মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বন্ধ থাকে। এরপর একটি ম্যালওয়্যার ক্রোম এক্সটেনশন ডেভেলপ করে, যা ক্রোম স্টোরে একটি সেফ সফটওয়্যার হিসেবে ছড়িয়ে দেয়া হয়। একবার এক্সটেনশনটি ইনস্টল হলে, এটি ক্রোম ব্রাউজারের সাথে সংযুক্ত হয়ে ব্যবহারকারীর ডেটা চুরি করে নেয়।
এক্সটেনশনটি ব্যবহারকারীদের গুগল সাপোর্ট পেজে নিয়ে গিয়ে সিংক ফিচার চালু করতে বলে। এই সিংক ফিচারটি চালু হলে, পুরো ক্রোম অ্যাকাউন্টের তথ্য যেমন ব্রাউজিং ইতিহাস এবং পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যায়।
স্কোয়ারএক্সের মতে, এই সাইবার হামলার মাধ্যমে হ্যাকাররা শুধু তথ্য চুরি করতে পারে না, তারা ব্রাউজারটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম। এর মাধ্যমে ডিভাইসে ভাইরাস ইনস্টল করা, ওয়েবক্যাম ও মাইক্রোফোন চালু করা, এমনকি পাসওয়ার্ড চুরি করা পর্যন্ত সম্ভব।
এ থেকে বাঁচতে কি করবেন?
এ ধরনের সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করতে হবে:
নতুন এক্সটেনশন ইনস্টল করা থেকে বিরত থাকুন এবং ইতিমধ্যে ইনস্টল করা এক্সটেনশনের সংখ্যা সীমিত করুন।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন, যা নিয়মিত আপনার পিসি বা ম্যাক স্ক্যান করবে।
পাসওয়ার্ড গুলি ক্রোমের পরিবর্তে একটি ভালো পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষণ করুন।
এ ছাড়া, যেকোনো সন্দেহজনক ইমেল বা জুম ইনভাইট গ্রহণ করার আগে সতর্ক থাকুন, যাতে এই ধরনের সাইবার হামলার শিকার না হন।
তথ্যসূত্র: টেকরেডার
বিডি প্রতিদিন/আশিক